Shamshad Husham

শামসাদ হোসাম জন্ম ৫০ এর দশকের মাঝামাঝি । সিলেট জেলা র বিয়ানিবাজার উপজেলার “বাহাদুর পুর ” এ ।শামসাদ সিলেট এর প্রথম পেশা জীবী মহিলা সাংবাদিক । বাংলাদেশ এর প্রাচীন তম সংবাদ পএ “যুগভেরী “(প্রকাশ কাল ১৯৩০)তে ৮৩ সালে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে “যুগভেরী “১৯৯৩ সালে সাপ্তাহিক থেকে দৈনিকে উত্তরন ঘটলে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০৬ সাল পর্যন্ত । মাঝ খানে ১৯৯৭ সালে অভিবাসন নিয়ে নিউইয়র্ক এ ছয়মাস অবস্থান কালীন সময়ের পুরো ছয়মাস সাপ্তাহিক “বাংলা পএিকা “য় সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ব শামসাদ পরবর্তি তে ২০০৬ সালে পুনরায় নিউইয়র্ক এ এলে অধুনা লুপ্ত সাপ্তাহিক কথা ,(২০০৬) ও সাপ্তাহিক নিউইয়র্ক (২০১০) এ কাজ করেছেন ।এ ছাড়া কলাম লেখক হিসাবে সাপ্তাহিক ঠিকানা , সাপ্তাহিক আজকাল , সাপ্তাহিক প্রথম আলো ও সাপ্তাহিক বর্ণ মালার সাথে যুক্ত আছেন তিনি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট চৌদ্দ টি । প্রাপ্ত সম্মান না রয়েছে তেরোটি । মহিলা পরিষদ যুক্ত রাষ্ট্র এর সভাপতির দায়িত্ব পালন করা ছাড়া ও প্রোগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি তিনি । এছাড়া ও পরিবেশ আন্দোলন “বেন “এর সাথও যুক্ত রয়েছেন ।