নাসিমুন ওয়াহেদ (নিনি)

নাসিমুন ওয়াহেদ (নিনি) বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম-এ মাস্টার্স করেন। তিনি প্রথম নারী সাংবাদিক হিসেবে দেশে রাতের পালায় কাজের সূচনা করেন। তিনি প্রথম নারী সাংবাদিক যিনি কমনওয়েলথ প্রেস ইউনিয়ন ফেলোশিপ করেন। নিনি ব্রিটেনের প্যানোস ইন্সটিটিউট এর পক্ষ থেকে পরিবেশ সাংবাদিকতায় ফেলোশিপ অর্জন করেন। তিনি বহু দেশে সাংবাদিকতায় সেমিনার, ওয়ার্কশপ ও বক্তৃতায় অংশগ্রহন করেন।

১৯৯৩ সালে নিউইয়র্কে আসার পর থেকে নিনি এনজিওতে কেস ম্যানেজার ও সোস্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেন। চার বছর তিনি একটি স্থানীয় পত্রিকায় কাজ করেন এবং একটি বাংলা টিভি চ্যানেল এর সংবাদ পাঠক ও রিপোর্টার হিসেবে কাজ করেন। বর্তমানে নিনি “সেলফহেল্প” সিনিয়র সেন্টারে প্রোগ্রাম তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে একজন এডজাঙ্কট লেকচারার। নিনি মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলা উৎসব ও বইমেলা ২০১২-এর আহবায়ক।