শুক্রবার ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হচ্ছে ২৮-তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিউ ইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে শুক্রবার, ১৪ জুন। শুরু হবে বই প্রেমিক বাঙ্গালির জমায়েত ও শিশু কিশোরদের অনুষ্ঠানের ভেতর দিয়ে।এই জমায়েত শুরু হবে বিকেল ছয়টায়। বাংলাদেশ ও অন্যান্য স্থান থেকে আগত অতিথি লেখক ও অভ্যাগতরা সবাই উপস্থিত থাকবেন প্রবাসী সাহিত্যামোদীদের সাথে আলাপচারিতা ও মত বিনিময়ের জন্য। জমায়েতের মূল আকর্ষণ নতুন প্রজন্মের শিশু-কিশোর শিল্পীদের অনুষ্ঠান, আগামী। এতে অংশ নেবেঃ নৃত্যে, মায়া এঞ্জেলিনা, শান্তি রায়, রিয়া ভৌমিক, দেবপ্রিয়া পোদ্দার ও চৈতন্য দেব। আবৃত্তিতেঃ রুমাইয়া আনসারি, প্রমিত মহান আচার্য্য, আবরার হাবিব ও ফাসির কবির কাব্য।আরেক আকর্ষণ শিল্পী দম্পতি সৈয়দ আল ফারুক ও নাহীদ নাজিয়ার বিশেষ পরিবেশনা। আল ফারুক নিজের কবিতা পড়ে শোনাবেন, নাহীদ নাজিয়া পরিবেশন করবেন তাঁর কিছু জনপ্রিয় গান।সন্ধ্যা আটটায় শুরু হবে বইমেলার ঐত্যহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। ডাইভারসিটি প্লাজা হয়ে বহু বর্ণিল শোভাযাত্রাটি পৌঁছাবে পি এস ৬৯, বইমেলা প্রাঙ্গনে। সাথে থাকবে শফিক ঢুলির বাংলার ঢোল।প্রবাসের সকল বই প্রেমিককে বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।