পাঠকদের ভালবাসায় সিক্ত হয়ে নিউ ইয়র্ক বইমেলা সমাপ্ত

বইমেলার পাশাপাশি গত তিনদিন শিল্প সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠান। আজ শেষদিন ছিল শুধু বইয়ের প্রদর্শনী। ভিন্ন একটি ভেন্যুতে পাঠকরা শুধু বই ক্রয় করতে এসেছেন। শেষদিনে পাঠকদের ভালবাসায় আমরা অভিভুত। গত ১৭ জুন সোমবার সন্ধ্যা ৯:০০ টায় জ্যুইশ সেন্টারে বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বই প্রদর্শনী ও মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৮তম নিউ ইয়র্ক বইমেলা সমাপ্তি অনুষ্ঠানে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক উপরোক্ত মন্তব্য করেন।নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জ্যুইশ সেন্টারে প্রকাশক মনিরুল হক আনুষ্ঠানিকভাবে বইমেলার সমাপ্তি ঘোষনা করেন। এই সময় বাংলাদেশ থেকে আগত বেঙ্গল পাবলিকেশন্স এর নির্বাহী আবুল হাসনাত, অঙ্কুর প্রকাশনার মেজবাহ উদ্দীন আহমেদ, আহমেদ পাবলিশিং হাউজের মেজবাহ আহমেদ, সন্দেশ প্রকাশনার লুৎফুর রহমান চৌধুরী, নালন্দা প্রকাশনার রেদওয়ানুর রহমান জুয়েল, ইত্যাদি গ্রন্থ প্রকাশের জহিরুল আবেদীন জুয়েল, সময় প্রকাশন এর প্রতিনিধি আবু রায়হান, প্রথমা প্রকাশন এর নির্বাহী জাফর আহমেদ রাশেদ ও অন্বয় প্রকাশ এর হুমায়ূন কবির ঢালী উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা সকল প্রকাশকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য গত ১৪ জুন শুরু হওয়া ৪দিন বইমেলা উদ্বোধন করেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর।