নিউ ইয়র্ক বাংলা বইমেলার সেরা আকর্ষণ, লেখকদের আড্ডা

শুক্রবার, ১৪ জুন থেকে বসছে ২৮-তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা। এতে থাকছে কবিতা, সাহিত্য আলোচনা, সঙ্গীত। কিন্তু এর বাইরে যা থাকছে, অনেকেই যাকে মেলার সেরা আকর্ষণ বলে থাকেন, তা হল শনিবার ও রবিবার প্রাতঃরাশ সহযোগে অভ্যাগত লেখক ও সাহিত্যামোদীদের আড্ডা। শনিবার ও রবিবার – ১৫ ও ১৬ জুন – উভয় দিনেই মেলা শুরু হবে সাড়ে দশটায় এই আড্ডা দিয়ে। কোন আগাম বিষয়বস্তু নেই, গুরুগম্ভীর কোন আলোচনার সুযোগ নেই। কেবলি নির্মল বাঙালি আড্ডা। এই আড্ডায় সকলেই আমন্ত্রিত, সকলেই অংশগ্রহণের সমান সুযোগ পাবেন।আর, হ্যাঁ, সাথে থাকছে বাঙালি প্রাতঃরাশ। গরম গরম লুচি, লাবড়া, মিষ্টি ও চা। আপনারা আসছেন তো?