প্রকাশনা সংস্থার পরিচিতি

এদেশের সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমাদের সাহিত্য, শিল্প, কৃষ্টি ও লোকজ শিল্পের ঐতিহ্যকে
উপজীব্য করে প্রায় আট শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস।

প্রতিষ্ঠানটির সূচনালগ্ন (১৯৫৪) সাল থেকেই সৃজনশীল পুস্তক প্রকাশনার পাশাপাশি শিশু-কিশোরদের প্রাধান্য দিয়ে তাদের উপযোগী অসংখ্য গ্রন্থ প্রণয়ন করেছে। এর স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম মহিউদ্দীন আহমদকে ১৯৮৪ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র প্রকাশনা শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বপ্রথম স্বর্ণপদক প্রদান করে এবং ১৯৮৬ সালে বাংলা একাডেমি থেকে তিনি বিশেষ সম্মাননা লাভ করেন।
এই বিপুল গ্রন্থ সমাহার থেকে সংগ্রহ করুন আপনার পছন্দের বইটি।

“বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে উপহার হিসেবে বইকে প্রথমে নির্বাচিত করুন।”

শিশু-কিশোরদের বই উপহার দিয়ে তাদেরকে পাঠ্যাভাসে মনোযোগী করে আগামীদিনে ‘সুশিক্ষিত জাতি’ গঠনে আপনিও অবদান রাখুন।

 

 

AHMED PUBLISHING HOUSE CONTACT INFORMATION

Mesbahuddin Ahmed

152/2 J, Green Road, Dhaka
Bangladesh

Phone: +880258151651