প্রকাশনা সংস্থার পরিচিতি

আপনার সন্তানের হাতে বই তুলে দিন, সে বিকশিত হবে ফুলের মতো সৌরভ নিয়ে-এই স্লোগানকে সঙ্গী করে বাংলাদেশের একমাত্র বৃহত্তম বই মুদ্রণ ও বিপণন এলাকা রাজধানী ঢাকার বাংলাবাজারে ২০০৩ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। যৌথভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন জহিরুল আবেদীন জুয়েল ও আদিত্য অন্তর।

লক্ষ্য : বাংলাদেশের প্রকাশনা জগতে নতুনমাত্রা যোগ করে লেখক-প্রকাশকের সম্পর্কের ভিত্তিতে বাংলা ভাষাভাষি পাঠকের হাতে মানসম্মত সৃজনশীল ও মননশীল বই তুলে দেয়া। সে লক্ষে যাত্রা শুরু করে বাংলাদেশের নবীন-প্রবীণ লেখকদের যেমন সুদৃষ্টিতে আসতে পেরেছে তেমনি বহির্বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষি লেখক ও পাঠকের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বই প্রকাশ : ইত্যাদি গ্রন্থ প্রকাশ সূচনালগ্ন থেকেই বইয়ের সার্বিক গুণগত মান বিচারে অত্যন্ত কঠোর। সেক্ষেত্রে লেখক নয়, লেখাই ইত্যাদি’র মূল বিচার্য বিষয়। তাই মান বিচারে প্রবীণ লেখকদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নবীন লেখকদেরও বই প্রকাশ হয়েছে এখান থেকে। এ ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও। তাই যে কোনো লেখক নির্দ্বিধায় নিজের পা-ুলিপি নিয়ে যোগাযোগ করতে পারেন। মানসম্মত হলে অবশ্যই ইত্যাদি সেটা বই আকারে প্রকাশ করে পাঠকমহলে তুলে ধরবে। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ইত্যাদির প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় নয় শতাধিক। পাঠকের কাছে এসব প্রকাশনার বিষয় বৈচিত্র্যও বেশ সমাদৃত।

উল্লেখযোগ্য দিক : শুরু থেকেই মননশীল শাখাকে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশ কাজ করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রেখে বিগত সাত বছর ধরে দেশের গুণী লেখকদের আত্মজীবনী প্রকাশ করে ইত্যাদি তার পাঠকের চাহিদা মেটাতে চেষ্টা করছে। এ চেষ্টাকে বোদ্ধা পাঠক থেকে শুরু করে সাধারণ পাঠকও বেশ স্বাগত জানিয়েছেন। অত্যন্ত যতেœর সাথে ছাপা এসব বই বছরজুড়েই প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় থাকছে আলোচনার শীর্ষে।

অর্জন : ২০০৩ থেকে শুরু করে ২০১৯ সাল-দীর্ঘ দেড় দশকেরও অধিক সময়ে নানামুখী প্রকাশনার জন্য ইত্যাদির অর্জনও অনেক। তার মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-এর আত্মজীবনীর ১ম খ- ফিরে যাই ফিরে আসি বইটির সার্বিক মান বিচারে বাংলা একাডেমি কর্তৃক ২০০৯ সালে সেরা মানের গ্রন্থ সম্মাননা ও ২০১১ সালে সর্বাধিক মানসম্মত বই প্রকাশের জন্য শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ও দর্শনবিষয়ক গ্রন্থ প্রকাশের জন্য বাঙলার পাঠশালা সম্মাননা ২০১৫ এবং আমেরিকার নিউইয়র্ক থেকে মুক্তধারা-কথাপ্রকাশ চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার ২০১৮ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ইত্যাদি থেকে প্রকাশিত বইয়ের জন্য অনেক লেখকও নিজের সৃষ্টিকর্মের স্বীকৃতিস্বরূপ দেশে ও বিদেশে হয়েছেন পুরস্কৃত। তার মধ্যে হাসান আজিজুল হক আগুনপাখির (উপন্যাস) জন্য প্রথম আলো বর্ষসেরা বই ২০০৬; উঁকি দিয়ে দিগন্ত’র (আত্মজীবনীর ২য় খ-) জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১১ এবং সাবিত্রী উপাখ্যান-এর (উপন্যাস) জন্য জেমকন সাহিত্য পুরস্কার ২০১৪; অপূর্ব শর্মা সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’র জন্য এইচএসবিসি কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১০; স্বকৃত নোমান রাজনটী উপন্যাসের জন্য এইচএসবিসি কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১১; সালেক খোকন যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১৫ পেয়েছেন। এ ছাড়াও রমেন্দ্রনাথ ঘোষের দার্শনিক প্রবন্ধাবলি ও হাসান আজিজুল হকের সক্রেটিস গ্রন্থ দুটি বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন পদক ২০১৫ লাভ করে।

বইমেলায় অংশগ্রহণ : ইত্যাদি গ্রন্থ প্রকাশ কর্তৃক প্রকাশিত বইগুলো পাঠকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে রয়েছে সময়োপযোগী নিত্যনতুন পদক্ষেপ। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় ২০০৪ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বইমেলাতে রয়েছে ইত্যাদির অংশগ্রহণ। এ ছাড়া ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা এবং ২০১২ সাল থেকে লন্ডনে আয়োজিত বাংলা একাডেমি বইমেলা এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকে আয়োজিত বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে।

ITTADI GRANTHO PRAKASH CONTACT INFORMATION

Johirul Abedin Jewel
Aditya Antor

38 Banglabazar, 2nd Floor
Dhaka, Bangladesh

Phone: +01715428210
Facebook: https://www.facebook.com/ittadishopdotcom/