প্রকাশনা সংস্থার পরিচিতি

২০০২ সালে জানুয়ারি মাসে ‘নালন্দা’ তার প্রকাশনার যাত্রা শুরু করে। অনেকটা পারিবারিক কারণেই নালন্দার প্রকাশনায় আসা। প্রকাশনায় এসেছেন অগ্রজ বড় ভাই কে এম লিয়াকত-এর হাত ধরে। নালন্দা প্রথম থেকেই দেশের প্রগতিশীল লেখকদের বই প্রকাশ করে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যে-প্রজন্ম বেড়ে উঠেছি একসময়ে তাদের চিন্তা-চেতনায় আঘাত করতে শুরু করে স্বাধীনতা বিরোধীরা। আমরা সম্পূর্ণ মুক্তচিন্তার একটি প্রকাশনা সংস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

স্বপ্ন দেখতে শিখেছি আলোকিত মানুষের কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছ থেকে।

কথাসাহিত্যিক হরিপদ দত্তের ‘শেকড় ছেড়া মানুষেরা’ বইটি দিয়ে নালন্দা’র প্রকাশনার যাত্রা শুরু। পরবর্তীতে মুনীর চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, রামেন্দ মজুমদার, সিরাজউদ্দিন সাথী, আন্দালিব রাশদী, মানিক মোহাম্মদ রাজ্জাক, গোলাম কুদ্দুছ, সুধাংশু শেখর বিশ্বাস এবং মোশতাক আহমেদ এর বই প্রকাশ করেছি।

হাল আমলে লতিফুল ইসলাম শিবলী, মেজর দেলোয়ার হোসেন খান, মেহেরুন নেছা রুমা, তানিয়া হাসান, মনোয়ার হোসেন, তকিব তৌফিক, ফারজানা মিতুর বই নিয়মিত ভাবে প্রকাশ করছেন। নালন্দা যেমন প্রবীণদের বই প্রকাশ করেছে, তেমনি সমান তালে এক ঝাক তরুণ ও মেধাবী কথাসাহিত্যিক গড়ে তুলছে। নালন্দা লেখকের মুখ চেয়ে বই প্রকাশ করে না। বই প্রকাশ করার ক্ষেত্রে বইয়ের বিষয়বস্তু ধরে বই প্রকাশ করে থাকে। যদি মানসম্মত হয় যেকোনো পান্ডুলিপি নালন্দা প্রকাশ করে। এইবার নালন্দা প্রায় অর্ধ শতাধিক বই প্রকাশ করছে। এর মধ্যে লতিফুল ইসলাম শিবলী “রাখাল”, মনোয়ারুল ইসলামের দুটি অতিপ্রকৃত উপন্যাস বিড়ালাক্ষী এবং নয়নতারা, ফারজানা মিতুর “মুখোশ” তকিব তৌফিকের উপন্যাস “নিদাস্তিয়া” মেজর দেলেয়ারের “শান্তিরক্ষী” সাইফ‚ল ইসলামের সায়েন্স ফিকশন “ও টু” মোস্তাফিজুর রহমান টিটোর উপন্যাস মগ্ন অপরাহ্ণ” এছাড়া গবেষনাধর্মী দুটি বই আসছে “সক্রেটেস -গ্রীক জাতি ও গ্রীক সভ্যতা” এবং “সক্রেটেস -জীবনী ও উপদেশ”

২০০৪ সাল থেকে নালন্দা বাংলা একাডেমিতে অবস্থিত অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া ২০১৩-২০১৯ সাল পর্যন্ত মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণ করে আসছে। অংশগ্রহণ করেছে লন্ডন বাংলা বইমেলা, টরেন্ট বাংলা বইমেলা এবং কলকাতা বাংলাদেশ বইমেলায়।

NALONDA CONTACT INFORMATION

Radayanur Rahman Jewel

38/4 Banglabazar, Dhaka 1100
Bangladesh

Phone: +880 1552-456919
Facebook: https://www.facebook.com/nalondapublication/