প্রকাশনা সংস্থার পরিচিতি

পেন্সিল! শব্দটি শুনলে সবার আগে রোমানদের আবিষ্কার করা সরু এবং কঠিন পিগমেন্ট কোরের কথা মনে আসে, যা কাঠের তৈরি শক্ত আবরণ দ্বারা মোড়ানো থাকে। তবে এই ‘পেন্সিল’ একটি ফেসবুকভিত্তিক গ্রুপ, বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চার গ্রুপ। এক স্বপ্ন, সম্ভাবনার নাম। প্রথিতযশা শিল্পী-সাহিত্যিকের তুলনায় একদম আনকোরা কয়েকজন গুণীজনের অংশগ্রহণে আজ থেকে প্রায় চার বছর আগে, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর তৈরি হয়েছিল অনলাইনভিত্তিক প্লাটফরম ‘পেন্সিল’। এঁদের কেউ লেখিয়ে, কেউ আবৃত্তিশিল্পী, কেউ গায়ক-গায়িকা, কেউ-বা আঁকিয়ে, ফটোগ্রাফার, এমনকি উদ্ভাবনীমূলক চমৎকার সব হস্তশিল্পীও রয়েছেন একাধারে। অল্প ক’দিনেই ডালপালা ছড়িয়ে ‘পেন্সিল’ ধীরে ধীরে এক মহিরুহে পরিণত হচ্ছে। প্রতিদিনের যাপিত জীবনের পাশাপাশি সাহিত্য জগতে নিয়মিত চর্চাই এর উদ্দেশ্য। পেন্সিল-এর স্বপ্ন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চর্চা এগিয়ে নিয়ে যাওয়া। পেন্সিল অনলাইনভিত্তিক গ্রুপ হলেও নিজেকে শুধুই অন্তর্জলের জগতে সীমাবদ্ধ রাখেনি।

গত চার বছরে পেন্সিল শিল্প-সাহিত্যের প্রায় সকল শাখাতেই পদচারণা করেছে। এই সৃষ্টিশীলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে জন্মের মাত্র পাঁচ মাসের মাথায়, ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’-তে প্রকাশিত হয়েছিল প্রথম ‘পেন্সিল’ সংকলন। পেন্সিল সংকলনের ব্যাপক সাড়া প্রতিষ্ঠাতাদের উদ্বুদ্ধ করেছিল সৃষ্টিশীলতাকে অব্যাহত রাখার। তারই পরবর্তী প্রয়াস হিসেবে আমাদের প্রধান সাংস্কৃতিক উৎসব, প্রাণের উৎসব ‘নববর্ষে’ প্রকাশিত হয়েছিল ‘পেন্সিল ই-বুক ১৪২৪’ বৈশাখী সংকলন। পেন্সিল-এর পরবর্তী পদক্ষেপ ছিল পাঁচ দিনব্যাপী প্রথম বর্ষপূর্তি উদযাপন। ‘পেন্সিল বর্ষপূর্তি: জীবনের যত রঙ’ এই শিরোনামে আয়োজনটির মূল আকর্ষণ ছিল পেন্সিল-এর অসামান্য সব আঁকিয়ে এবং আলোকচিত্রশিল্পীদের আঁকা ও তোলা অসাধারণ সব ছবির প্রদর্শনী। শুধু তাই নয়, প্রথম বর্ষপূর্তিতে প্রকাশিত হয়েছিল পেন্সিল-এর সদস্যদের লেখা এবং আবৃত্তি করা কবিতা নিয়ে পেন্সিল-এর প্রথম সিডি অ্যালবাম ‘তবু কবিতায় বলে দিয়েছি’। অনুষ্ঠানের ব্যাপক সাড়া জানান দিয়ে গেছে যে নতুনদের শানিত করার যে প্রত্যয় নিয়ে এই পথচলার শুরু, তা অব্যাহত রাখতে হবে।

অমর একুশে বইমেলা ২০১৮-তে পেন্সিল-জাগৃতি প্রতিভা অন্বেষণ-এর মাধ্যমে মলাটবন্দি করেছে সাতজন নবীন লেখক/কবির লেখা গল্প-কবিতা। প্রতিটি বই পেয়েছে পাঠকপ্রিয়তা। এই বইগুলো এবং অন্যান্য প্রকাশনী থেকে প্রকাশিত পেন্সিলরদের বই নিয়ে ২০১৮ চট্টগ্রাম বইমেলায় পেন্সিল নামে একক স্টল দেওয়া হয়। স্টলটি ওই মেলার সেরা স্টল হিসেবে স্বীকৃতি পায়।

অফলাইনের কার্যক্রমের ধারাবাহিকতা মসৃণ রাখতে ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনে গঠিত হয় ‘পেন্সিল ফাউন্ডেশন’। সেই সাথে গ্রুপটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ‘পেন্সিল ফাউন্ডেশন’ নামে নিবন্ধিত হয়। নিবন্ধন নম্বর এস-১২৯৬৭/২০১৮। ‘পেন্সিল ফাউন্ডেশন’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘পেন্সিল পাবলিকেশনস’। প্রতিষ্ঠার প্রথম বছরে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এ পেন্সিল পাবলিকেশনস বাঙালির স্বাধিকার চেতনার প্রথম সোপান ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে প্রকাশ করে ৫২টি বই ‘বই বায়ান্ন’ স্লোগানে। ‘মুজিব বর্ষ, অমর একুশে গ্রন্থমেলা-২০২০’-এ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের স্মারকসংখ্যা বিবেচনায় ‘বই চুয়ান্ন’ স্লোগানে পেন্সিল থেকে প্রকাশিত হয় ৫৪টি বই।

এছাড়াও পেন্সিল বছরব্যাপী দেশে-বিদেশে নানা ধরনের সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ইতোমধ্যে পেন্সিলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য ৩টি চিত্র-প্রদর্শনীর আয়োজন করা হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে। পেন্সিল-এর তিনটি বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজিত হয় লন্ডন, নিউইয়র্ক, সিডনি, টরোন্টো, মাসকাট, সালালাহ’সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে।

নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক, গল্পকার, শিল্পীর সৃষ্টিকে আরও দৃঢ় মঞ্চ ও পরিবেশ দেওয়ার লক্ষ্যে শুরু হতে চলেছে অফিশিয়াল ওয়েবসাইট www.pencilors.com, পেন্সিল পাবলিকেশনসের ওয়েবসাইটকে পুরোপুরি কার্যক্ষম করা হয়েছে www.pencilpublications.com এবং পেন্সিল ফাউন্ডেশনের ওয়েবসাইটের কাজ চলছে www.pencilfoundation.com; মনের সূক্ষ যত আবেগ আছে তা চর্চার মাধ্যমে সুন্দরের বিকাশ ঘটানোই পেন্সিল-এর লক্ষ্য।

PENCIL PUBLICATIONS CONTACT INFORMATION

Shahadat Rumon, Coordinator

House number: 1363, Avenue: 03, Road Number: 07
Mirpur DOHS, Dhaka

Phone: 0118801717464007
Facebook: https://www.facebook.com/Pencil.Foundation.Bangladesh/