মুক্তধারা ভাষণ ২০২১

Event details

  • Friday | March 26, 2021
  • 9:00 PM - 11:59 PM
  • https://www.nyboimela.org/newyorkboimela/ or http://youtube.com/c/newyorkbanglaboimela

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২৬ মার্চ নিউ ইয়র্কে মুক্তধারার উদ্যোগে আলোচনা, 'মুক্তধারা ভাষণ ২০২১ : বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীদিনের বাংলাদেশ'

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন একটি বিশেষ আলোচনার আয়োজন করেছে। বিষয়ঃ বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীদিনের বাংলাদেশের। এই বিষয়ে ভাষণ দেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক ড. নজরুল ইসলাম। ভাষণের ওপর আলোচনায় অংশ নেবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হায়দার আলী খান ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিস-এর পরিচালক ড. বিনায়ক সেন। আলোচনা শেষে থাকবে শ্রোতা-দর্শকদের প্রশ্নোত্তর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক ড. নূরুন নবী।

ভার্চুয়াল এই আলোচনা প্রচারিত হবে ২৬ মার্চ, নিউ ইয়র্ক সময় রাত নয়টায়। দেখা যাবে ফেসবুক ও ইউটিউবে নীচের ঠিকানায়:
http://facebook.com/newyorkboimela
http://youtube.com/c/newyorkbanglaboimela

উল্লেখযোগ্য, এই আলোচনার মধ্য দিয়ে নিউ ইয়র্ক-ভিত্তিক মুক্তধারা ফাউন্ডেশন ‘মুক্তধারা ভাষণ’ এই শীর্ষক একটি বার্ষিক অনুষ্ঠানের কথা ঘোষণা করছে। প্রতি বছর ২৬ মার্চ দেশ ও দেশের বাইরের অবস্থানরত বাঙ্গালিদের জন্য প্রাসঙ্গিক এমন একটি বিষয়ে ভাষণ প্রদানে স্বক্ষেত্রে কৃতিমান এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

জুমের মাধ্যমে প্রচারিত এই আলোচনায় পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তালিকাভূক্তির জন্য আগ্রহী শ্রোতা-দর্শকদের mfusa2020@gmail.com এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।