রবি-সন্ধ্যা : কবিতার ভবিষ্যৎ – ভবিষ্যতের কবিতা

Event details

  • Sunday | June 27, 2021
  • 9:00 PM - 11:00 PM
  • https://www.facebook.com/newyorkboimela/ or https://www.youtube.com/c/newyorkbanglaboimela/

রবি-সন্ধ্যা : কবিতার ভবিষ্যৎ - ভবিষ্যতের কবিতা
২৭ জুন ২০২১, নিউ ইয়র্ক সময়: সন্ধ্য ৯:০০ – ১১:০০

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মাসিক সাহিত্য আসর রবি-সন্ধ্যার পরবর্তি অনুষ্ঠান রবিবার, ২৭ জুন। আলোচনার বিষয়, কবিতার ভবিষ্যৎ - ভবিষ্যতের কবিতা। মুখ্য আলোচক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার ও ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ হায়দার আলী খান। সঞ্চালনার দায়িত্বে থাকবেন কবি ইকবাল হাসান। অনুষ্ঠানের সময় রাত নয়টা থেকে এগারোটা।

রবি-সন্ধ্যা মূলত লেখক ও সাহিত্যামোদীদের একটি অন-লাইন মত বিনিময়ের প্ল্যাটফর্ম। বিশ্বের যেকোন স্থান থেকেই এই আড্ডায় যুক্ত হওয়া যায়।

আড্ডাটি সরাসরি সম্প্রচারিত হবে মুক্তধারা ফাউন্ডেশনের ফেসবুক পেইজ এবং ইউটুব চ্যানেল থেকে।
https://www.facebook.com/newyorkboimela/
https://www.youtube.com/c/NewYorkBanglaBoimela/

যারা আলোচনায় যুক্ত হতে চান অথবা নিজেদের কবিতা পাঠ করতে চান তাঁদের মনিজা রহমান: monija.rahman90@gmail.com, nyboimela@gmail.com এর ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।