Bishawjit Saha

জন্ম নোয়াখালী জেলার লতিবপুর গ্রামে। শিক্ষা গ্রামের স্কুলে, পরে চৌমুহনীতে, পরে ঢাকায়। লেখাপড়ার পাশাপাশি ১৯৮৫ সালে চিত্তরঞ্জন সাহার ‘মুক্তধারা’য় যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ। ১৯৮৭ সালে মোস্তফা জব্বার সম্পাদিত ‘আনন্দপত্র’ পত্রিকায়, পরে সাপ্তাহিক কাগজ ও দৈনিক জনপদ পত্রিকায় খণ্ডকালীন সাংবাদিকতা। ১৯৯১ সালের সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে বসবাসের সূচনা। একই বছর ‘মুক্তধারা নিউইয়র্ক’ প্রতিষ্ঠার মাধ্যমে আমেরিকায় প্রথম বাংলা বই বিক্রয় ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলার সূচনা। পাশাপাশি নিউইয়র্কের ‘সাপ্তাহিক প্রবাসী’তে ১৯৯৯ পর্যন্ত সাংবাদিকতা। ১৯৯২ সালে জাতিসংঘের সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বলয়ে একুশকে তুলে ধরা। একই বছর তাঁরই উদ্যোগে ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’র গোড়াপত্তন। তাঁর গড়ে তোলা অলাভজনক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে একটি পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয়। ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলি’ (২০১৭) তাঁর রচিত বই। বিগত তিন দশকে নিউইয়র্কে তাঁর সম্পাদনায় ‘বাঙালির চেতনা’, ‘অভিবাসী’, ‘পূর্ব পশ্চিম’, ‘মুক্তধারা স্মারকগ্রন্থ’, ‘Global Business’ ম্যাগাজিন প্রকাশিত হয়। নিউ ইয়র্কের প্রবীণ ফাউন্ডেশন কর্তৃক ‘সমাজবন্ধু’, বাংলা সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য লস এঞ্জেলেস সাহিত্য সংসদ কর্তৃক ‌‌’আজীবন সম্মাননা’, নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন কর্তৃক সাহিত্য-সংস্কৃতিতে অবদানের ‘আজীবন সম্মাননা’ এবং লন্ডন বইমেলা কর্তৃক ‘সাহিত্য ও সংস্কৃতি’ পুরস্কারে ভূষিত হন।