Nashrat Shah Azad

জন্ম: ৩০ জানুয়ারী ১৯৬২, বরিশাল, বাংলাদেশ। শিক্ষাজীবনের প্রাথমিক সূত্রপাত নিজগ্রাম বাঙ্গিলার পাঠশালয়; উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ব্রজমোহন বিদ্যালয় থেকে, ইতিহাস বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে স্নাতক এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নতেকোত্তর। ছাত্রাবস্থাতেই কর্মজীবন শুরু আমেনা প্রেসের প্রুফ রিডার হিসেবে, পরে পেশাগত দায়িত্ব পালন করেন ‘দৈনিক বাংলার বনে’র নিউজ এডিটর এবং ‘দৈনিক শাহনামা’ ও ‘দ্য ইউকলি সানে’র নির্বাহী সম্পাদকের; এ ছাড়াও বিভিন্ন সাপ্তাহিকীতে ফ্রিল্যান্স সাংবাদিকতা জরেছেন।

যুক্ত ছিলেন খেলাঘর, অক্ষর, সাহিত্য, উদীচী, বরিশাল নাটক, জাতীয় কবিতা পরিষদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পর্ষদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, নাগরিক পরিষদ, পরিবেশ ফোরাম, জীবনানন্দ একাডেমী, চারন ক্যামেরা ক্লাব, বরিশালের মঙ্গলশোভাযাত্রা উদযাপন পর্ষদ ও বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে; সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘পলিমটি’। এ ছাড়াও সংযুক্ত সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন লিটল ম্যাগাজিন অক্ষর, স্বাভাব, ‘নান্দনিক লেখালেখি’র সঙ্গে’। এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন পত্র-পত্রিকা সাময়িকী ও সংকলন।

গ্রন্থ : পরিবেশ (চর্চাকেন্দ্র পরিবেশ ফোরাম) হাতছানি (সুচিপত্র) নিঝুম দ্বীপের বিভীষিকা (সুচিপত্র), রবীন্দ্রনাথের সুনির্বাচিত স্বরলিপি সংকলন (বুকভিউ) পরিচয় (বুকভিউ)। অনুবাদ: ল্যান্ড অফ জায়েন্ট (কমিকস) মৌলিক কমিকস: কম্পু (ধারাবাহিক কিশোর জগত) প্রিয় গ্রন্থ: আদর্শলিপি। বর্তমান অবস্থান: কানেকটিকাট, যুক্তরাষ্ট্র।