Obaidullah Mamoon

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান প্রয়াত ভাষাসৈনিক আবদুস সামাদ ও নারীনেত্রী সৈয়দা রহিমা বেগমের পুত্র লেখক ও আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুনের জন্ম ১৫ এপ্রিল ১৯৬২। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ। ১৯৮৮ সাল থেকে নিউইয়র্কবাসী। পরে নিউইয়র্ক ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকেও গ্র্যাজুয়েশন লাভ করেন। এ ছাড়াও নিউইয়র্ক ফিল্ম অ্যান্ড ভিডিও আর্ট, স্কুল অব ভিজুয়াল আর্টস থেকে ড্রইং ও পেইন্টিং, রবার্ট ব্লেক বার্নস ইনস্টিটিউট থেকে লিথোগ্রাফি ও ম্যানহাটন গ্রাফিক সেন্টার থেকে এচিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ। পেশাগত কর্মস্থল: ডুগাল ভিস্যুয়াল সলুশন্স। বিভিন্ন দেশে তাঁর ছবির ১৪টি একক, ৪টি যৌথ ও ১২ টি দলগত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 100 Nations: Native Americans in the 21st Century এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়াও নিউইয়র্ক ভিত্তিক সংগঠন একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র-এর তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাঁর ফটোগ্রফি ভিত্তি প্রকাশিত বই: ‘তিতাস ছবি ও কবিতায়’ (২০০৬)।