
জন্ম: কলকাতায়, ১২ জুন, ১৯৪৪ সালে।
১৯৮১ সাল থেকে ভয়েস অব আমেরিকায় সংবাদপাঠ ও অন্যান্য উপস্থাপনার মাধ্যমে অতি পরিচিত হলেও তিনি গত শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে তাঁর গণমাধ্যমে কণ্ঠ উপস্থিতির সূচনা। ১৯৬৮ সালে একই বেতারে শুরু হয় স্থানীয় সংবাদ পাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর রোকেয়া হায়দার ঢাকা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত খবর পাঠক হিসাবে পরিচিত হয়ে ওঠেন ১৯৭৩ সাল থেকে। ১৯৮১ সালে আন্তর্জাতিক সম্প্রচারক হিসেবে ভয়েস অব আমেরিকায় যোগ দেয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্র জুড়ে বাংলা ও দক্ষিণ এশীয় ডায়াস্পোরা ভুবনের প্রিয়মুখ হয়ে ওঠেন। অলিম্পিক ক্রিড়া, বিশ্বকাপ ফুটবল, শিশুশ্রম বিষয়ক অনুষ্ঠান এবং মাদার তেরেসার সাক্ষাৎকার গ্রহণে নিপুণতার জন্য তাঁকে বিভিন্ন সময় ভোয়া অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ইন প্রোগ্রামিং পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় হোয়াইট হাউস থেকে ‘থাউজ্যান্ড পয়েন্টস অফ লাইট ভল্যান্টিয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেন।