Tofazzal Liton

তোফাজ্জল লিটন, নাট্যকার ও সাংবাদিক। দৈনিক প্রথম আলো ও এখন টেলিভিশনের নিউ ইয়র্ক প্রতিনিধি। টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ আয়োজন করে ইতিহাস সৃষ্টি করা সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর করা তোফাজ্জল লিটন লিখেছেন মঞ্চ ও টিভি নাটক। বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক ‘পাইতাল’ তোফাজ্জল লিটনের লেখা। এটি ২০০৭ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমন্ত্রণে এবং অর্থায়নে জাতীয় নাট্যশালাসহ দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়।

বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত অভিনেতা তিনি । অভিনয় করেছেন টিভি নাটক এবং সিনেমায়। ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ২০০৮ সালে বাংলাদেশের প্রতিনিধি দলের হয়ে তিনি ব্রিটেন গমন করেন ছয় মাসের গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামে।