Yusuf Reza

ইউসুফ রেজার জন্ম ২৮ মে, ১৯৬২ মাদারিপুর জেলার বহেরাতলা গ্রামে। পিতার সরকারি চাকুরির প্রয়োজনে বাল্যকাল ও শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রামে। প্রথম ছড়া প্রকাশিত হয় মাসিক শিশু পত্রিকায় ১৯৭৮ সালে। প্রথম ছড়ার বই দাহন বেলার ছড়া ১৯৯০ সহ অসংখ্য বই ও দুই সন্তানের (কায়সার ও চয়ন) জনক। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরাসী সাহিত্যে উচ্চতর ডিপ্লোমা সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি নেন। অচিরা পাঠচক্র ও বোস ব্রাদার্সের সাহিত্যের আড্ডার এক সময়ের নিয়মিত লেখক সমালোচক। দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকেই লিখেছেন। বাংলাদেশের লিটল ম্যাগাজিন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও নিজেকে জড়িয়ে রেখেছেন। জাতীয় কবিতা পরিষদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথেও তিনি যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভাগাভাগি করে বসবাস করছেন।

প্রকাশিত গ্রন্থসমূহ: দাহন বেলার ছড়া ১৯৮৮, হাসপাতালে হরতাল ১৯৯০, কবিতা ডালাস ২০০০, নষ্ট কবিতা ২০০৯, নোভেলজয়ী দুই কবি ২০১২, সাম্প্রতিক আমেরিকান কবিতা ২০১৩, রাসেল আছে বুকের মাঝে ২০১৭, অ্যালেন্স গ্রিন্সবার্গ ও তার কবিতা ২০১৮, অঞ্জলী দাস ও অন্যান্য কবিতা ২০১৮, ইউসুফ রেজার প্রেমের কবিতা (সিডি/ওডিও/ভিডিও) ১৯৯৭, বৃষ্টি যদি পড়ে  (ছোটদের ছড়া), খুব ছোটদের মাজার ছড়া ২০০২, মার্কিন কবিতা ২০১২, সাম্প্রতিক আমেরিকা কবিতা ২০১৮।